কোমলমতি পথশিশুদের কান্না আমায় আজো ঘুমাতে দেয় না
কোমলমতি পথশিশুদের কান্না আমায় আজো ঘুমাতে দেয় না
【হাত ভাঙ্গা থাকলে যতটা না কষ্ট পায়, তার চেয়ে বেশি কষ্ট অনুভব করি গরিব ছেলেমেয়েদের ক্ষুধার আর্তনাদ দেখে। রাগ করার জবাব রাগ করা হতে পারে কিন্তুু কষ্টের জবাব কেন কষ্টই হবে।】 দুটা হাতের মধ্যে একটা হাত কেটে গেলে টাকা কামানো বন্ধ হয়ে যাবে না,❤ কিন্তুু ওই বাচ্চাদের প্রতিদিনের কান্না মৃত্যুর পর জাহান্নামে যাওয়ার সমান। প্রতিদিনের সুর্যোদয় এক সময়ে নাও হতে পারে, প্রতিদিনের করা কাজ এক নাও হতে পারে, কিন্তুু ওদের সেই কান্না প্রতিদিন একই হয়।
★ উচু বংশে জন্ম গ্রহণ করার মধ্যে যতটা মাহাত্ম্য নেই, তার চেয়ে বেশি মাহাত্ম্য মধ্যবিও হয়ে গরিবদের সুখ-দুঃখ বোঝার চেষ্টা করা।
☺ আপনি জ্বলন্ত অগ্নিশিখা হতে পারেন, কিন্তুু এটা ভেবে
ক্ষান্ত হবেন যে আপনি সেরা! ওই অগ্নিশিখার প্রতিটা তাপের অনুভূতি এক ফোটা জলের সংঘর্ষে উদাও হয়ে যাবে। পড়ে থাকবে কাঠ-কয়লা, যেটাকে আপনি শক্তিশালী মনে করেন।
❤ আমি সত্য বলি বলে, তুমি তাতে একমত এটা যেমন সঠিক নয়, তেমনি না বুঝে উওর দেয়ার অধিকার ও তোমার নেই। (Chandan Manik)কারণ তুমি অসুস্থ এক মানব, যে সুস্থ পৃথিবীটাকে অসুস্থ করার কাজে ব্যস্ত। (Subscribe Us)
tag:-
#ব্লগ #পথশিশু #কোমলমতি #কান্না #ঘুম
#ব্লগার #ভালোবাসি #আজকেরব্লগ #নতুনব্লগ
#Savechild #Justiceforchild #child #StopViolence #Blog #blogoftheday #blogger #bloggers #myblog #todayblog #todaynews #latestblog #blogs #blogsforever #MissBeard #MissBeardBlog #todayblogger #instablog #inspirationalblog #inspirationalblogs #newblog #myblog #bloglover